দূর জানালায় কারে যেন দেখে,
মন নাচে রে নাচে।
কে যেন মনের ঘরে বসতি করে।
জানা অজানা কত সুর বাজে মনে।
লাজুক জানালায় কে হাসে চুপিসারে।
দৃষ্টি যে মোর পরে না,
মন যে মোর মানে না।
লাজুক জানালায় কে হাত নারে?
মনের দরজায় কেন ঘণ্টা বাজে!
তাকায় না কেউ ফিরে,
দেখি তারে আঁখি খোলে।
বাতায়নে কান পেতে,
থাকি যে আজ পথ চেয়ে।
কে যেন হাসে লুকিয়ে।
দেখি নি তারে, তবু মন বাধিয়াছি সুরে।
আসে না সে ফিরে জানালা খুলে।