ঘন কালো মেঘ,অন্ধকার।।
তুমুল বাতাস বইছে
সারি সারি ফসলের মাঠে ঘাটে।
শিলা পড়ছে সোনালি ফসলে।
আলোক বর্ষণ হচ্ছে বারং বার।
ঘন গর্জনে আনে ভয়,
নির্বাক হয় পাল তুলা মাঝি।
চমকে উঠে কৃষানের মন।
জলের এলোপাতাড়ি ঢেউ।
ওপারে কালো মেঘ,
নৌকোতে জল ডুবি ডুবি।
কৃষানের মন ব্যাকুল,
শিলা বৃষ্টিতে পাকা ধান,
জলসে যাবে নাকি!
চোখে মুখে সুধু ভয়,
ফসল বাড়ি পৌঁছবে নাকি!