মায়ের চরণ ধূলি নেরে খোকা ওরে
সে যে তর জনম দুঃখী মা রে।
তর কাছে তার কত দাবি
জানলি না খোকা তুই।
মা যে তর ঘরের খুটি
সোনার পাটি বুঝলি না রে তুই।
মা যে তর চোখের মিন ঘরের ছানি
দেখলি না রে তুই।
জানিস! তর কাছে তর মায়ের কত দাবি?
জীবন দিয়ে সুদ হবে না
সেই মায়েরও দাবি।
যত বড় হুঁশ না কেন
মায়ের কাছে তুই খোকা
মায়ের মনে কখনো দিস না ব্যথা।