মাগো তোমার চোখে কেন জল?
ছেলে বুঝি ফিরে নি ঘরে,
তাই এত কোলাহল!
কেঁদনা মাগো তুমি,
আসবে নতুন শিশুর দল।
সাজাবে দেশ নতুন সাজে
জন শক্তিকে করে বল।
মাগো তোমার চোখে কেন জল?
স্বদেশে সঁপিতে প্রাণ
নামিতেছে তরুণীর দল।
জনগণ কে জন শক্তিতে করিতেছে রূপান্তর।
পথে-ঘাটে ঝড়ো বৃষ্টির মত
পরেছে রক্তের ডল।
থামেনি কেহ!
চলেছে কৃষাণ, মাঝি, ছাত্র, শিক্ষকদের দল।
মাগো তোমার চোখে কেন জল।
প্রিয় মানুষের রক্ত চোখে,
কেউ আজ নেই যে বসে।
ধর্ম বল বয়স বল
নেই যে কেহ চুপটি করে।
ডাক্তার বল শ্রমিক বল
চলেছে সবে দলে দলে।
কেউ চলেছে দেশের গানে
কেউ চলেছে শ্লোগান মুখে।
কেউবা আবার পতাকা উড়িয়ে।
কেউ জানে না ফিরবে কবে!
জয়ের নেশায় পথ ভুলেছে।
সবে মিলে এক হয়েছে।
দুঃখ কেন মাগো আজ মনে?