বিবেকটা আজ পুড়িয়ে খেয়েছে
তাসের নেশায় পরে।
সমাজটা আজ ধ্বংস করছে,
উগ্র বাদী লোকে।
বাবা চাচারা তাসের আসরে
ছেলে মেয়েরা পাশে দাঁড়িয়ে।
কেউবা আবার দিচ্ছে সঙ্গ
বিড়ি সিগারেট হাতে এগিয়ে।
পাশের ঘরে নিজের ছেলেটা
জুয়ার ঘরে বসে আছে।
বাবা হয়ে ডাকতে পারেনা
লোক লজ্জা র ভয়ে।
বাবার হাতে শিক্ষা পেয়েছে
বই খাতা ফেলেছে ছুড়ে।।
ছেলে মেয়ে গুলো ফিরছে না ঘরে
সন্ধ্যা ঘনিয়ে এলে।
জ্ঞানীরা আজ দিচ্ছে না বাধা
ধন্দ হবার ভয়ে।
তবে কি আজ তরুণ সমাজ যাবে রসাতলে।
তাসের আসরের পাশে দাঁড়িয়ে
প্রশ্ন করে ছেলে।
দোকানেতে তাসের পেকেট কত টাকায় মিলে।
আমরা যুবক লড়ব আজ
মাদক, জুয়া, নেশা বিরোধী অভিযানে।