ওগো নৌকার মাঝি
তুমি রঙ্গ'না লইয়া বাঁয়া যাও তরী।
তাকাইয়া পলকে হাসিয়া তরুণী,
চলিয়া গেল বুঝি।


তীর ছাড়িয়া যাও কোন ঘাটে মাঝি?
আমি যে শূন্য হাতে পাল তুলিতে নাহি পারি।
রঙ্গ'না তাকায়া পলকে
হাসে আর চোখে, গাহিয়া গান যেন-
পদ্মাবতী,


             চোখে চোখে কথা বলে,
              নীড়লে ছবি আঁকে,
              গলায় যেন আমি সুর বাধি।
              মায়াবী নয়নে কিরণ দিয়ে আলো-
              মন নিল কারি।
আমি যেন তীর ফেলিয়া চলেছি,
রঙ্গ'রঙ্গনার হাত ধরি।
জল ধারা মনের গতি বাধিতে নাহি পারি,
রূপে যে রূপবতী, হাসে সে চুপিসারে,
কত যে শূন্য হৃদয়, বোঝাতে নাহি পারি।
               আঁকা বাঁকা জলের ধারা,
               মন কাড়িল নাকি?
               তাই তো আজ আমি,
               নৌকা নদীর মাঝি।