ও মেয়ে-
                 হাসো কেন লুকিয়ে?
আপনাকে তুমি তে ডাকো না কেন প্রাণ খুলে।
                 আসি বলেও আসো না,
ভালবাসি বলেও  ভালবাস না, এ কেমন যাতনা?
                 চল না হাঁটি অজানা শহরে,
যেখানে সবাই প্রেম খুঁজে আপন মনে।
                 হাটতে হাটতে ক্লান্ত দেহ,
                 পরে রবে দু'জন দুজনাতে।
লোকে মুখে রটুক ভালবাসার গান,
সন্ধ্যা নাগাদ ফিরে যদি পাই প্রাণ।
আবার হাঁটবো না হয় আপন পথে।
আলতা রাঙা পায়ে,খোঁপায়  গুঁজে ফুল,
নীল আঁচলের শাড়ি, ঝুমকো কানের দোলে,
                 সাজও না আপন সাজে-
বেলি ফুলের মালা, হাতে দিয়ে বালা,
কেন আমার শ্রবণে আসো না?