বাক স্বাধীনতা!


আজ অর্ধ শতাব্দী কেটে গেল
পেলাম না তার খোঁজ,
এ কেমন স্বাধীনতা
বাবা তোরা ই এখন বোঝ।


৫২ তে রক্ত দিলাম,
দিলাম প্রাণের আহুতি।
কত নারী সম্মান দিলাম
কত মায়ের চোখের জল
বিনিময়ে কি পেলাম?
মিথ্যে কথা, অভিনয় আর ছল।


কলম যদি কথা বলে?
পাইনি কবির খোঁজ,  
এ কেমন স্বাধীনতা
বাবা তোরা ই এখন বোঝ।


বাক স্বাধীনতা যদি একেই বলে
মৌনতাই শ্রেয়,
মিথ্যে যদি জীবন বাচায়
মিথ্যেয় আমার প্রিয়


আজ সেই সাধকই অধিক আপন
যে বলেছিল-
অনেক কথার অনেক দোষ
তাই
ভেবে চিন্তে কথা কোস।