কবিরা মনের কথা, কথা কত কয়
কবিতায় করে ভর, করে আশ্রয়।
পট চাহি পটভূমি, এই হলে বেশ
কত রূপ সাজ হবে, ভাব হবে পেশ।
অবলা মনের কথা, এঁকে আলপনা
মাধুরী মিশিয়ে ফুটে, শত কল্পনা।
জাত পাত কাল দেশ, ভাষা সবি ছাড়ি
কবিতায় কবিদের, নেই কোন আড়ি।
মনের আবেগ বেগ, ভারি মনোরম
লেখনির পরশে তা, বাণী অনুপম।
শাহনামা ওডিসিও, আছে রামায়ণ
ফেরদৌসি হোমারের, নেই যে মরণ।
কালে কালে বেঁচে থাকে, কবিদের জাত
কালজয়ী কবিদের, হাতে রেখে হাত।
কবিদের চোখে দেখি, ভুবন মাজার
রকমারি মানুষের, আজব বাজার।
প্রেম স্মৃতি শোকগীতি, সবি নেয় ঠাঁই
নির্মল ধরা পেতে, আর কী বা চাই?
ভুবন ভবন মাঝে, কবি করে রাজ
মানব হৃদয় করে, অবারিত সাজ।