বৈচিত্রময় সাজ রব নব হিল্লোলে
বাঙালীর প্রাণের উৎসব
পহেলা বৈশাখে।
জড়াজীর্ণ পুরাতন সব ফেলে রেখে পিছনে
সতেজ হয় সব কিছু
নববর্ষের আগমনে।
গাহে পাখি ফুটে ফুল নতুন আবেশে
বাঙালীর ঐতিহ্য ওই
পহেলা বৈশাখে।
গ্রামে গঞ্জে মেলা বসে, সেজে নতুন রূপে
আমাদের প্রাণের উৎসব
চারিদিকে উঠে ফুটে