কবিতাঃ- আয় ছুটে আয়
✍️ মনোজ ভৌমিক


মন খারাপের বাঁকে
চলো সব এক ঝাঁকে,
বয়সকে মেরে তুড়ি
চলো ইচ্ছে মত উড়ি।


আকাশ নয়কো দূরে
আসবো একটু ঘুরে,
লাটাই ঘরেই থাক
চিন্তা চুলোয় যাক।


বসিয়ে চাঁদের হাট
ভুলে গিয়ে ঠাটবাট,
রাঙিয়ে নিয়ে এ মন
থাকবো অনেকক্ষণ।


তেলেভাজা আর মুড়ি
সাথেতে মসলা ঝুরি,
বিছিয়ে শীতলপাটি
গল্প হবে পরিপাটি।


খুঁজবো সবাই মিলে
মনের দরজা খুলে,
মধুময় কত খেলা
আমাদের ছোটবেলা।
ভুলবো ঝগড়াঝাঁটি
থাকবেনা কান্নাকাটি।
হাসবো রে প্রাণখুলে
মিলবো সবাই গলে।  


সব হারানোর মাঝে
ঝাঁক বাঁধি এই সাঁঝে,
আইফোন হাতে তুলে
সেল্ফি নেবো সবে মিলে।


রোমন্থনে কত সুখ!
ভুলবো সব অসুখ,
থাকবে না উঁচু নীচু
শৈশবই সবকিছু।


আয় ছুটে আয় তোরা
দিগন্ত আলোয় ভরা,
ঐ আলোকে নিই খিঁচে
শেষ বাঁচা নিই বেঁচে।