কবিতাঃ- আয় না আমারও দুলি
✍️ মনোজ ভৌমিক


মন ছুঁয়েছে ঐ শরৎ মেঘের ঘর,
একটু না হয় আমায় জড়িয়ে ধর।
ধরতে গেলে আঙুল ওঠে না যেন,
প্রশ্ন যেন হয়না রে তোর "কেন? "


আলো ছায়ার খেলা ভুবন জুড়ে,
নটেগাছ তো যায়নি এখনো মুড়ে।
হরতনের সাহেব সাজা এ মন,
এখনো তুই তো বিবিই ইস্কাবন।


মনেতে আমার গোলাম গোলাম ভাব,
টেক্কা মারার যায়নি এখনো স্বভাব।
স্বভাব ধোয়া নয়তো কথার কথা,
ডায়মন্ডে চোখ রাখা আজ বৃথা।


বাজি রাখবো না হয় ওই চিঁড়েতন,
হোক না ট্রামটা এই গোলামে এখন।
লক্ষ্মী পুজোর মন্ত্রটা যাসনে ভুলে,
একটু পূণ্য না হয় রাখিস রে তুলে।


লক্ষ্মী লক্ষ্মী লাগছে ভীষণ  শ্রীমুখ,
একটু চাওয়া অবেলার শেষ সুখ।
শরৎ বর্ষার বেহিসাবী কোলাকুলি,
সময় ভুলে আয় না আমরাও দুলি।