কবিতা:- আবার হবে গো দেখা
                  মনোজ ভৌমিক


আবার হবে গো দেখা শরতের কোনোএক গোধূলি বেলায়!
এই হেমন্তও ঘুমিয়ে যাবে পাতা ঝরা গাছের মেলায়।


যদি হোথায় শীত জেগে ওঠে,আলিঙ্গন কোরো নাগো তারে।
মন জ্বলা তনু লয়ে ওই ফাগুন যাবে চলে গো ফিরে।


দগ্ধ হৃদয় যন্ত্রণা কথা শুনবে গো চৈত্রের,
বৈশাখী ঝোড়ো হাওয়ার সংকেত দেখবে ও দিগন্তের।


যদি তখন জাগে তোমার ও মনে শেষ চাতকী তৃষ্ণা,
দেখবে সেই শ্রাবণ মেঘেতে জাগছে প্রাণ-কৃষ্ণা।


ভেসে যেও আবার সে বাঁধভাঙা বন্যায়,আবেশি হৃদয়ে,
সায়াহ্নে ফিরে এসো গো আবার হেথা,দেখো রয়েছি দাঁড়ায়ে।