গদ্য কবিতা:- আচ্ছে দিনের প্রতীক্ষা
                  মনোজ ভৌমিক
তারিখ :- ১৮/০৯/২০১৮


আমি দেশের রাজধানীতে মরে যাওয়া ধর্মান্ধ এগারো জন মানুষের কথা বলছি না।
রাজনৈতিক সংঘর্ষে মৃত,শিক্ষিত ক্যাডারদের দিকে তাকাচ্ছি না।
আবার অমরনাথ-কেদারনাথে নিখোঁজ তীর্থযাত্রীদের কথা লিখছি না।
কিংবা মক্কা-মদিনায় হজ যাত্রীদের পদপৃষ্ঠ মৃত্যুর কথা বলছি না।
ঐ দেশ লুটেরাদের কথাও ভাবছি না।
না বিচার করছি চোদ্দশো কোটি টাকার ভ্রমণ বৃত্তান্তের কথা।
বলছি,ওই বেঁচে থাকা মানুষগুলোর কথা!
যারা দেশের সমৃদ্ধিতে, নিজেদের কঙ্কালসার দেহকে
নাম হীন মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে প্রতিদিন।
ভাবছি ফুটপাতে তাবু বাঁধা ওই যাযাবর মানুষগুলোর কথা।
যারা প্রতিনিয়ত নীরবে মরসুমের চপেটাঘাতের ব্যথা সহ্য করে চলছে।
ভাবছি,ওই দিকভ্রান্ত শ্রমিকগুলোর কথা,
যারা সদ্য অপ্রত্যাশিতভাবে নিষ্কাশিত হলো কারখানা থেকে!
এখন দেশের ওই সমস্ত কৃষকের কথা ভাবছি,
যারা ঋণের দায়ে এক এক করে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।
ভাবছি,ওই সমস্ত সৈনিকদের কথা!
যারা ৩৭০ ধারার দাপটে রোজ কাঁটাতারে শহীদ হচ্ছে।
আমি দেশ বিকিয়ে বুলেট ট্রেন চড়ার কথা বলছি না।
বলছি,দেশের পুরানো রুটগুলির আধুনিকীকরণ  করে,দুর্ঘটনাহীন গতিবৃদ্ধির কথা।
এখন আমি,'উজ্জলা গ্যাস' যোজনার ব্ল্যাকে আটশত টাকার গ্যাস সিলিন্ডারের কথা ভাবছি।
আমি এখন,জনধন যোজনায় জিরো ব্যালেন্সে খোলা একাউন্টে
পনেরো লক্ষ টাকা ডিপোজিটের কথাটা ভাবছি।
এখন"নো ভ্যাকেন্সী"লেখা বোর্ডের কাছে,দেশের শিক্ষিত বেকারদের লাইন দেখছি।
আমি এখন জলের প্রত্যাশায় শুকিয়ে যাওয়া গাছেদের কথা ভাবছি।
এখন আশাবাদী মন নিয়ে,হতাশাগ্রস্ত চোখে," আচ্ছে দিনের প্রতীক্ষা করছি।"