কবিতাঃ- আচ্ছে দিনের সবুর করুক
✍️ মনোজ ভৌমিক


বলছে সবাই নতুন বছর, নতুনের তুমি দেখলে কি?
ক্যালেন্ডারটা নতুন পেলে, শুধু সংখ্যা একটা বদল দেখি!
মাস দিন তো একই আছে, যেমন ছিল কালকে ভাই!
মনগড়া সব খুশির আমেজ সংখ্যা গুনে এগিয়ে যাই।


সংখ্যাতো ভাই বদলেই যায়, সময়ের সাথে তাল মিলিয়ে,
যেমনি করে শৈশবটা বার্ধক্যে এগোয় হনহনিয়ে!
নতুন বলে আছেটাই কী তোমার আমার এই জীবনে?
নিত্যদিনের রোজনামচা চলছে আজও ঘ্যানঘ্যানিয়ে।


একটুখানি উনিশ হলেই বিশটা তুমি খিঁচেই ধরো!
রোজের খাতা সামনে রেখে বড্ড বেশি হিসেব করো!!
মেয়ের কলেজ ফিজটা বাকী, ছেলের কথা ভাবলেটা কি!
প্রশ্ন তোমার শতেক দেখি, প্রসাধন তো দেয়নি ফাঁকি!!


কত যে ছিল কিটি পার্টি! হিসেব তুমি দেখেছো কি?
মাস মাইনের বেতনেতে শ্রীবৃদ্ধি কবেই গেছে রুখি।
বারো মাসের তেরো পাবন শাড়ি গয়নায় ভরেনা মন!
একটু যদি লাগাম দিতে, হয়তো বছর হতো নতুন।


সময়টাকে পরখ করো, পড়েছে দারুণ দুর্বিপাকে,
ওযে এখন বদ্ধ ঘরেই, রূপের বাহার দেখাবে কাকে!
খুশির দিন আজ হয়েছে হারা,কাজল দিয়ে কান্না ঢাকো!
হাসতে যদি চাও গো তুমি, কার্ণিশে বসা ঐ কাককে বকো!!


ওরা কিন্তু ভালোই আছে, ফুটপাতটা সেই পুরাতন,
সকল হলেই রোদকে খোঁজা,রোজ কামানি রাত্রি যাপন।
তাদের কথা দিলুম ছেড়ে, যাদের গাড়ি হাওয়ায় ওড়ে!
বছর ওদের রোজই নতুন, ভাব জাগানো নিয়নী ঘরে।


রাত কাঁদুনে হিসেব ঘরে,আমার তোমার ভাবনা মরুক,
ভোটের লাশে মাড়িয়ে পা, "আচ্ছে দিনের" সবুর করুক।