কবিতাঃ- আদর্শ বাড়ির ফেরিওয়ালা
✍️ মনোজ ভৌমিক


যেথা সুখ আছে,শান্তি আছে,বয় দখিনা পবন,
নিবি নাকি সেই বাড়ি? পাবি সেথা প্রেম আলাপন।


আঙিনা ছুঁয়ে যাবে মন ছোঁয়া সোনালী রোদ্দুর,
ভালোবাসার সামিয়ানায় আনন্দ ভরপুর।


চারিদিকে জেগে রবে হারানো সজীব বিশ্বাস,
সেঁদো মাটির গন্ধে জাগবে ও হৃদয়ে উচ্ছাস।


দরজায় টোকা দিলে শুনতে পাবি আন্তরিক আহ্বান,  দেওয়ালে দেওয়ালে তরঙ্গায়িত ভালোবাসার গান।


বিচুলির আচ্ছাদনে সে ঘরে রয়েছে দেখো পরম প্রশান্তি,
নবান্নের গন্ধ মাখা মাটির উনুন মেটায় উদর ক্লান্তি।


বিবিধ ব্যঞ্জন নয় শুধুই ডাল ভাত শাকান্ন,
বলবি হৃদয় ছুঁয়ে এতো মহাভোগ পরমান্ন।


সৌরভ সুষমা মণ্ডিত সে পুষ্করিণী তীরে,
আম জাম কাঁঠালের ছায়া রবে বাড়ি ঘিরে।


দেখবি তাকিয়ে তুই অপরূপ নৈসর্গ প্রকৃতি,
হৃদয় অন্তঃপুরে জাগে উঠবে পুরাতন স্মৃতি।


রাখালিয়া বাঁশির সুর ভেসে যাবে দূর হতে দূরে,
সাঁঝবেলা শেয়াল ডাক দেবে 'হুক্কা হুয়া' সুরে।


সময়ের গল্প কথায় সুরালো পতিত পাবন,
তৃপ্ত হবে চিত্ত তব ভাবনায় ধর্ম সনাতন।


চাঁদ জ্যোৎস্না ছুঁয়ে যাবে অন্তরের উর্বর মাটি,
দূর আকাশে তাকালেই ভাবনা হবে পরিপাটি।


সময়ের দরবারে আজ এ বাড়ি বিরল,
কে নিবি এই আদর্শ বাড়ি বল তোরা বল?