কবিতাঃ-আফগান তোকে জাগতে হবে
✍️ মনোজ ভৌমিক


কাবুলিওয়ালা দেশান্তরে
মিনির দু'চোখে জল!
কোন স্বাধীনতা পাবি রে তুই
বল আফগান বল!!


গুলি বন্দুক বোমার আঘাতে
কাঁপছে যে তোর দেশ,
নারী ধর্ষণ ও গণহত্যার
নির্মম ভাগশেষ!


করছে কেউ ওদের তারিফ
কেউ বা দেখছে ছবি!
জঘন্য এই বর্বরতার সাক্ষী
আজ নির্বাক পৃথিবী!!


স্বাধীনতার প্রকৃত অর্থ
আজকে ওখানে ভ্রান্ত,
আফগান তোর হলো বুঝি
অসময়েই সূর্যাস্ত!


মানবতার অবাধ মুণ্ডন
কলঙ্কিত ইতিহাস!
রবীন্দ্রনাথ নেই তো আজ
সময়ের পরিহাস!!


আসল কথা ওটা তো নয়
চলছে দারুণ খেলা,
অস্ত্র দালাল নীরব দর্শক
সুযোগ খোঁজে এ বেলা।


আফগান তোকে জাগতে হবে
বিপ্লব হোক জাগরিত,
সন্ত্রাসবাদ নিপাত যাক
এই হোক মূল মন্ত্র।