কবিতাঃ- আগামী হোক রঙিন
✍️ মনোজ ভৌমিক


সময়ের গতিবেগ মাপিনি কখনো
দেখি ওকে চলে যেতে বড় ঘন ঘন!
সেকেন্ড মিনিট আর ঘন্টার কাটায়
দিন ক্ষণ বছর গুলো শুধু চলে যায়!


অনুপম ছন্দে চলে ওর গতিবেগ,
প্রতি চার বছরে বাড়ে একটি আবেগ।
ঘুরে ফিরে আসে সেই ক্ষণ পুরাতন,
বয়সের পরিমাপ শুধু হয় যে তখন।


পরিবর্তন আসে সদা সময়ের ঘরে,
শিশু হতে যীশু হয় ওকে ভর করে।
জন্মমাত্র কত শিশু খোঁজে মাতৃ ক্রোড়,
আদর সোহাগ মাখা মা'র বাহুডোর।


সময় ভুলিয়ে দেয় উপোষী যন্ত্রণা,
দেবকীর পুত্র হয় যশোদার 'কানহা'।
দাগ কেটে যায় কিছু বেহিসাবী কথা,
সময় এগিয়ে গেলেও মনে জাগে ব্যথা।


বারো পেরিয়ে তোর তেরোয় পদার্পণ,
ভাবনার ঘরে আসুক নুতন চিন্তন।
সময়ের গতিবেগ মাপিস না তুই,
ওই সময় বলবে আমিই তোরে ছুঁই।


সবাইকে সাথে নিয়ে এগোস আগামীতে,
বড়দের আশীর্বাদ সদা থাক তোর সাথে।
বছর ঘুরে আসুক ফিরে এই শুভদিন,
ঈশ্বরের কৃপায় আগামী হোক  রঙিন।