কবিতাঃ- আগামী পৃথিবী
✍️ মনোজ ভৌমিক


ঐ যে দেখছ ধূসর প্রান্তর....
একদিন ওখানে জল ছিল!
ছিল অজস্র নিষ্পাপ জীবন
ছিল নয়নাভিরাম সবুজ!!
কতশত ঘর বাড়ি,পুকুর - ডোবা
ক্ষেত-খামার,ভরা নদী-নালা।
রং-বেরঙের ফুল ফুটতো
বিবিধ পাখিরা গাইতো গান!
বয়ে যেত নির্মল বাতাস,
আকাশ ছিল নীল...শুধু নীল
সমুদ্রের প্রাণখোলা উচ্ছাস!


মানুষের চাহিদা ছিল এতটুকু!
ছিল প্রেম-ভালোবাসা,মনেতে বিশ্বাস।
মানবতার মহামিলন ক্ষেত্র ছিল,
হিংসার ছিল না লেশমাত্র ভাগ!
সভ্যতা জেগেছিল ওখানেও
জেগেছিল অসীম বর্বরতা!
এসেছিল জাতপাত,ধর্ম
দ্বেষ-বিদ্বেষ,হানাহানি, নৃসংশতা!!


আজ ওখানে গভীর নীরবতা....
ধূসরতায় নেই কেনো ক্লেশ!