কবিতা:- আগামীর স্বপ্ন
কবি:- মনোজ ভৌমিক


আকাশের বুক বেয়ে হেঁটে চলে ওই জীবন্ত রোদ্দুর,
মাটির বুকের থেকে শুষে নেয় লীনতাপ,ব্যস্ত সমুদ্দুর।
রিক্তা মাটি চেয়ে থাকে অপলক দৃষ্টিতে আকাশেতে আজ,
কৃষাণীরর বুকের সুধাতে সজীব হবে কি রুগ্ন চারাগাছ!


জীবনের সব রঙ ঢেলে দেয় সে ওই পাথুরে মাটিতে,
লাঙলের ফলা বেয়ে কৃষকের ঘাম ঝরে মাটির বুকেতে।
বৈশাখী উন্মাদনা হঠাৎ জেগে ওঠে ওই সুপ্ত বীজেতে,
কারা যেন বলে যায়,"তাকিয়ে দেখো ঐ দূর দিগন্তে!


ঘননীল ঢেকে গিয়ে জেগে ওঠে দেখো বরষার রঙ,
দূরন্ত হাওয়াদের সাথে খেলে আজ বিজুলি এখন।
ঘুমভাঙা চোখ নিয়ে জেগে ওঠে ঐ কৃষাণীর মন,
আবেশে জড়িয়ে ধরে ঘুমন্ত কৃষকে শিহরিত তন।