কবিতা :- আগের মত হেসো
            মনোজ ভৌমিক


আজকে না হয় আমার সাথে বাইরে তুমি যেতে,
পার্কের সেই বেঞ্চে বসে ঝালমুড়ি সাথে খেতে।


তেঁতুল জলে রাঙিয়ে মন ডাকতো ফুচকাওয়ালা,
বলতে তুমি," এই চলো না,আর সইছে না যে বেলা।"


একটুখানি ছলচাতুরী, যেই পকেটে দিতাম হাত,
বলতে তুমি,"চলো না'গো,এই যে, পয়সা আমার সাথ।"


ফুচকার স্বাদ যখন তুমি নিতে গো মনটি ভরে,
আমি তখন সিগারেটায় টান দিতেম পিছন ফিরে।


বলতে তুমি,"দুষ্টু পাজী, বদলাবে বলো তো কবে!!"
হেসে বলতাম,"প্রেমের আগুন ধোঁয়া ধোঁয়া হবে যবে।"


আজকে কেন প্রেমের আগুন বড্ড ধোঁয়া ধোঁয়া!
পুরাতন সব ভাবনাগুলো কেন হচ্ছে গা সওয়া!


সংসারের এই টানাপোড়নে প্রেম গেছে কি শুয়ে!
ভালোবাসার বয়স কি হয় গো! যায় কি ও শুকিয়ে!!


একটুখানি সময় করে, একটু কাছে তো এসো,
শত দু:খে রাঙিয়ে ও মন,আগের মত হেসো।