কবিতাঃঃ-আগমনী গান
✍️ মনোজ ভৌমিক


বলছে সবাই আগমনী গান! সে সুর বলো কোথায়!!
যেই সুরেতে সারা বাঙালি প্রাণ উঠতো জেগে হেথায়।
বিষের বাঁশি বাজছে দেখি আজকে বিশ্ব ভুবন জুড়ে!
সময়ের সাথে সেই ভাবনাও যেন যাচ্ছে উড়ে উড়ে!!


বিষন্ন আকাশ আটপিটে রোদ নেই পেঁজা তুলো মেঘ,
শিউলি টগর জুঁই চামেলির ভাবনা ছাড়ায় আবেগ ।
ছন্দ জাগানো গন্ধ ছড়িয়ে ভরছে যে আকাশ বাতাস,
ক্লান্ত ভ্রমর শ্রান্ত দেখছি মেটেনি ওদেরও পিয়াস!


ভাঙা নদী কূলে বসে আছে দেখি পুরাতন খেয়া মাঝি!
আসবে না আর সেই ঈশ্বরী সাধারণ নারী সাজি।
সন্তান তোর দুধে ভাতে রবে সে ধারণা আজ ভ্রান্ত,
সময়ের খাতায়  আগমনী গান হয়েছে দিকভ্রান্ত।


নেই কল্লোল, নেই কোলাহল, একতারাই শুধু বাজে,
দূর হতে শুনি বাউলিয়া গান সময় হারানো সাঁঝে।