কবিতা:- আজ তোমাকেই চাই
                মনোজ ভৌমিক


ধোঁয়াশা আকাশ চুমে নেমে আসে ও মিষ্টি রোদ্দুর,
এখন হেথা অন্ধ সময়,শুনি না তোমার সে সুর।
মৃত মানবিকতা খুঁজি আজ হিংসার কারাগারে,
দাম্ভিকতার উন্মাদ প্রলাপে বায়ুমণ্ডল ভরে।
বিষাক্ত হাওয়ায় ঘুমিয়ে যায় চেতনা-প্রশ্বাস,
মানুষ আজো মানুষেরই শত্রু,কেবলি দীর্ঘশ্বাস।
জেগে ওঠো হে যুগ সৃষ্টিকারী মানুষ্য ঈশ্বর,
আজ তোমাকেই চাই,একবিংশ হচ্ছে স্বার্থপর।
"জীব সেবা" ভাবনাটা আজ আত্মতুষ্টিতেই মরে,
চিকাগোর আহ্বান পৃথিবীটা ভুলেছে যে একেবারে!
হে দিব্যকান্তি পুরুষ,নেমে এসো আজ এই ধরা পরে,
বলো,"জীবের মধ্যেই শিব পাবে,পাবে সেই ঈশ্বরে।"