কবিতা:- আজ ভাবনাগুলো খুঁজি
            মনোজ ভৌমিক


সূর্য ঢাকা ঐ শরৎ মেঘে আলোর খেলা দেখি,
রাত ফুরিয়েই এলো এখন উৎসবটা রাখী।


কেমন করে সূর্য হাসে!আকাশ হয় যে নীল!
রাত জাগা সেই স্বপ্নগুলো হয় বে-রঙিন।


আলোর নেশায় নাচে সবাই,চমক দেহ মনে।
নিজের মনকে বোঝাই আমি,থাকি সঙ্গোপনে।


চাঁদ ঘুমোনো রাত ব্যথটা,খুঁজি পুরানো গানে।
বলি ওদের,"পরনা রাখী, সাদর সম্ভাষণে।"


রাখীর মধ্যে ভাবনাগুলো আজকে ভীষণ খুঁজি,
দ্রৌপদী আর কৃষ্ণ কথা জাগে মনে আজি।


আলেকজান্ডার-স্ত্রী কথা,ছিলো পুরুর মনে,
হেরে গিয়ে দেয়নি আঘাত  শরীরের কোনোখানে।


বলিরাজা মা লক্ষী কথা,বিদিত সর্বজনে।
এখনো কি সেই ভাবনাটা,আছে বলো এইখানে?


ধর্মভাঙা প্রীতি বন্ধন ছিলো সম্রাট মনে,
রাণী কর্ণাবতী-হুমায়ূন কথা আজো সবাই জানে।


কোন বন্ধন কোথায় ছিলো, খুঁজছি রাখীর প্রাণে!
আজ কবির রাখীর প্রয়োজন,জাগুক এইখানে।


বিভেদ ভেঙে আসুক আবার নতুন একটি দিন,
সুহৃদ ভাবনা জাগুক মনে,মৈত্রীতে সুদিন।