কবিতা:- আজকে এক বজ্রমুষ্টি বীর চাই
              মনোজ ভৌমিক


আজকে এক বজ্রমুষ্টি বীর দেশেতে চাই,
যার মুষ্ঠিতে দেশাত্মবোধ থাকবে খোদাই।
নিষ্প্রাণ প্রাণে জাগাবে চেতনা- জাগরণ,
উঠবে মানুষী উচ্চারণ,"দেশহিতে মরণ।"


হে বীরভোগ্যা বসুন্ধরা আজ জন্ম দাও তারে,
যে দীপ্ত কন্ঠে বলবে,"এ দেশ আমার ওরে!
ধর্ম বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হও সবে,
দেখবে এ দেশের মত আর দেশ নেই এ ভবে।"