কবিতা:-আজব কান্ড
✍️ মনোজ ভৌমিক


পিঁপড়ে দেখি ডিগবাজি খায়
হাতির মাথায় গিয়ে,
হাতি ব্যাটা শুঁড় দুলিয়ে
পিঠ যায় চুলকিয়ে।


তাই না দেখে কালো ভ্রমর
ধরেছে মধুর গান,
বোলতা ছানা বিভোর হয়ে
তানপুরায় দেয় তান।


গোয়াল মাছি উঠলো হাঁচি,
আরে হচ্ছে এসব কী?
মৌমাছিরা চেঁচিয়ে বলে,
বলি তোর বাবার কী??


এসব দেখে খোকন সোনা
হাঁকডাক দেয় জোরে,
আজব কান্ড দেখবি যদি
আয়রে আমার দোরে।