কবিতা:- আজকে প্রাণেতে ভীষণ দেয় যে দোলা
                 মনোজ ভৌমিক


তখন ছিলি তুই এগারো পেরিয়ে বারো,
আমি ছিলেম বারো ছাড়িয়ে তেরো।
চোখের কোণেতে সে আটপিঠে রোদ্দুর,
মনের ভেতর ভাবনার সমুদ্দুর।
হৃদয় ভাঙা জিজ্ঞাসা ছিলো সে মনে,
আসতিস ঘরে আবেগী খেলার-ই সনে।
ফুল কুড়ানোর বাহানা ছিলো তোর মনে,
বলতিস তুই,"যাই চল বোস বাগানে।"
বাগান জুড়ে ছিলো শুধুই ফুলের মেলা,
পুতুল নিয়ে সেই বর বউ ছেলে খেলা!
চোখ জুড়ানো তোর আবেশি মিষ্টি হাসি,
ব্যকুল মনেতে জিজ্ঞাসা যে রাশিরাশি!
শরৎ আলোয় পূজোর বাতাস যখন,
মনে ছিলো তোর কি ভীষণ জ্বালাতন!
কোন ফ্রকেতে কেমন লাগিস রে তুই!
কোন ফুলটা?দোপাটি টগর না ও জুঁই?
তোর পিঠ ভরা চুলে কোনটা দেবে দোলা!
না যদি বলি,হতো অভিমানে মুখ ঝোলা।
তারপরেতে যেই বাজলো পূজোর ঢাক,
অভিমানী মন ধরতো যে আমার হাত।
কিশোর মনের সে বেহিসাবি ছেলে খেলা,
আজকে প্রাণেতে ভীষণ দেয় যে দোলা।