কবিতাঃ- আক্ষেপ
✍️ মনোজ ভৌমিক


ডলার এখন বড্ড দামী
টাকার চেয়েও প্রিয়,
তাইতো টাকা কাঁদছে বসে
হচ্ছে ও বড়ই হেয়!


এ চিত্র আজ চারিদিকেই
যেমন বাংলা ভাষা,
সময় কালে আদর পেতো
বুক ভরা ভালবাসা।


বাংলা মা'র দামাল ছেলে
আজো চোখের তারায়,
শহীদ রক্তে পাওয়া ভাষা
আজকে কেন হারায়?


"মোদের গরব মোদের আশা"
ভাবনা আজ কোথায়!
ভাষার জন্য স্বাধীন দেশ
অবজ্ঞা কেন ভাষায়!!


হায় জব্বার!হায় রে রফিক!
বরকত,সালাম ভাই!!
ভাষার জন্য শহীদ হলেও
ভাষায় সম্মান নাই!


একটা শুধু লাভ হয়েছে
নামটি "ভাষা দিবস,"
ভাব-ভাবনায় দ্বন্দ্ব চলে
ভাবনা হচ্ছে অবশ।


হতাশ হয়ে বাহান্ন বলে,
হায় রে মাতৃভাষা!
"ভাষা দিবস" নয় তো এটা
"শহীদ দিবস" খাসা।