কবিতা :-অকালবর্ষণ
             মনোজ ভৌমিক


এ শরৎ কেন শ্রাবণ রঙেতে রাঙা!
মনে কি এখনো ভাবনায় ঘর ভাঙা!!
কেঁপে কেঁপে ওঠে জীবনের ধারাপাত,
শহর জাগছে শঙ্কিত মন সাথ।


আগমনী গান গাইছিলো যেন কারা!
মেঘমল্লার সুর ছিল কি কণ্ঠে ভরা!!
দিবারাত্রি ঝরছে অঝোর ধারা,
শরৎ প্রেমে শ্রাবণমেঘ দিশাহারা!


দূরে চলে যায় অরুণ আলোর নেশা,
ব্যথিত এ মনে "দুর্গা! দুর্গা!" ভাষা।
বলছে শরৎ, " অসময়ে মাতামাতি !!
শ্রবণের মেঘ হয়েছে আমার সাথী।"


মন ভাঙা মনে উৎসবী যন্ত্রণা,
এখন শুধু প্রতীক্ষায় প্রহর গোনা।