কবিতাঃ- অলীক প্রত্যাশা
✍️ মনোজ ভৌমিক


কে কখন যাবে চলে
এ পৃথিবী হতে!
সময়ের এই কথা
কে পারে বলতে!!


এই আছি! এই নেই!!
শঙ্কিত জীবন,
হাতছানি দিয়ে ডাকে
সদাই মরণ!


শুনেছি সময় ছিল
বটের মতন,
স্বেচ্ছায় মৃত্যু বরণ
করত তখন!


সময়ের সাথে আজ
বদলেছে খেলা,
মানুষ মানব শত্রু
এ যে কালবেলা!


হিংসা বিদ্বেষ আর
আগ্রাসী ভাবনা,
স্বার্থান্বেষী সর্বজন
বড়ই যাতনা।


এ সংকট সময়
কাটবে সেদিন,
যদি ফিরে আসে সেই
পুরাতন দিন।