কবিতা :-  আমাদের প্রার্থনা শোনো
              মনোজ ভৌমিক


সত্যি যদি তুমি মুক ও বধির না হও,
প্রতিটি জীবের সুপ্ত অনুভূতিতে যদি রও,
সবকিছু দেখেশুনেও কিভাবে তা সও !


সূর্য ওঠে, একা একা ডুবে যায় সাঁঝে,
বিন্দু বিন্দু জল রাশি কালো মেঘে সাজে,
হাওয়াদের মন যেন লাগেনা আর কাজে!


সময়ের অঙ্ক যেন হিসেব ভুলছে !
পৃথিবীটা চারিদিকে হাহাকার শুনছে !!
সভ্য শ্রেষ্ঠজীব মরণের প্রহর গুনছে !!!


প্রতিনিয়ত অজস্র লাশ নিয়ে বুকে,
কেমনে রয়েছো তুমি আত্মমগ্ন সুখে !
তোমার কি কাঁদে না হিয়া ভক্তের দুখে !!


হে প্রভু, মৌন মুক তব মহিমা অপার ,
অনেক দিয়েছো সাজা দিও নাগো আর ,
ক্ষমা করো মূঢ় জনে পুনশ্চ একবার ।


কৃতকর্মের সবে করছে আপসোস,
ক্ষমো হে ক্ষমো দয়াল স্তব্ধে রুদ্ররোষ ,
আমাদের প্রার্থনা শোনো , হে-প্রভু আশুতোষ।