কবিতা  :-আমার আত্মভোলা
          মনোজ ভৌমিক


অবাক কান্না কেঁদেছিনু আমি সেদিন জন্মক্ষণে,
পৃথিবীর আলো দেখিয়েছিল ঈশ্বর দুই জনে।
চোখ মেলতেই দেখেছি মা'কে স্বপ্ন রাঙানো চোখে,
কতই না দুঃখ সয়েছো মাগো আমায় গর্ভে রেখে।


জন্ম দিয়েই বোঝালে ; তুমিই মানবরূপী দেবী,
"বাবার হৃদয়" হৃদয়ে দিলে ভালোবাসার ছবি।
সময়ের সাথে বোঝালে তুমি প্রকৃত ঈশ্বর কে!
সকল দেবের দেব যে তিনি কৈলাশেই বিরাজে।


একাকী যখন সময় যাপন পথ প্রদর্শক,
প্রাতঃকালে শ্রীচরণ স্মরণ অতিই আবশ্যক।
গভীর রাতে ঘুম ভেঙে গেলে বলেছে আমায় মা,
যতই বড় আসুক বিপদ ওনাকে ভুলিস না।


ফাগুন মাসের এই দিবসে নির্জলা উপবাস,
তুমিই শিব, তুমিই ত্রাতা আমার দৃঢ় বিশ্বাস।
তোমার পায়ে রাখি সদাই তিনটি বেলের পাতা,
তুমি জানো হে সর্বজ্ঞ এ অধমের সকল ব্যথা।


চাইনা কিছুই তোমার কাছে "আমার আত্মভোলা",
তোমার চরণে রেখো গো মতি আমৃত্যু শেষ বেলা ॥