কবিতাঃ- আমার দুর্গা
✍️ মনোজ ভৌমিক


আমার দুর্গা এম বি এ নয়
না ডাক্তার-ইনজিনিয়ার,
সময়টাকে হাতছানি দিয়ে
ও ভারতনাট্যম ড্যান্সার।


আমার দুর্গা ইউনিভার্সিটি ছোঁয়া
ডিগ্রীটা ওর মাস্টার,
জীবনের অঙ্ক কষতে শিখেছে
জানে সৌজন্য-শিষ্টাচার।


আমার দুর্গা হাসতে শিখেছে
শত কান্নাকে ভুলে গিয়ে,
সময়ের এক প্রতিবাদী মুখ
গর্জে উঠে প্রতি অন্যায়ে।


আমার দুর্গা চেতনাময়ী
সন্তুষ্টি চোখে মুখে,
ভাবনা ওর অতি মানবিক
বিভেদ দেখি না চোখে।


আমার দুর্গা প্যান্ডেলে প্যন্ডেলে
বিনোদনে ভরপুর,
হৃদয়ের সকল ভাবনা ছড়ায়
নব শিক্ষার কস্তুর।


আমার দুর্গা, দুর্গাই থাক
সমাজ জীবন ছুঁয়ে,
জটিল,কুটিল ভ্রূকুটি গুলোকে
দু'পায়ে যাক মাড়িয়ে।


সময়ের অনেক দীর্ঘ পথ
এ দুর্গার চলা বাকী,
এমন কীর্তি রেখে যা ভুবনে
আমি যেন বেঁচে থাকি।