কবিতা:- আমার কবিতা মাটি ছুঁয়ে থাক
              মনোজ ভৌমিক


কবিতা আমায় প্রশ্ন করে,"তুমি কেমনতর কবি ?"
ভাব ভাবনার চিহ্ন কোথায়!শব্দে জোড়া ছবি।"
হাসি আর বলি, " কি কথা শোনালে আমায় তুমি!
ভাঙা অক্ষরে শব্দ গড়ে তোমায় সাজাই আমি।


তাইতো তোমার দেহের মধ্যে ছন্দের বড় অভাব,
আজও তো আমি হইনি কবি,শুধু তোমায় গড়ার স্বভাব।
ঐ কবিদের ভাবনা অনেক.. তোমার মানকে দেখে,
শব্দের জালে বাঁধে তোমায় ভাবনা লুকিয়ে রাখে।


ওদের কবিতা আকাশ ছোঁয়া হোক যায় আসে না  কিছু,
আমার কবিতা মাটি দিয়ে গড়া মাটিতেই সবকিছু।
সময়ের সাথে এগোক না ওরা জ্বালিয়ে নিয়ন বাতি,
আমি জুড়ে নেবো সেতুবন্ধন, অক্ষর হবে সাথী।


অক্ষর বিনা শব্দ গড়ে বলো তো দেখি কোন কবি!
আমার কবিতা মাটি ছুঁয়ে থাক আকাশটা জলছবি।"