কবিতা:- আমার প্রিয় বোনটি
কবি:- মনোজ ভৌমিক


কালকে সাঁঝে হঠাৎ করে ওয়াটস্যাপেতে পাঠিয়ে নিজের ফটো,
একটু পরেই ম্যাসেজ করে জিজ্ঞাসিলি,"কেমন লাগছি বলতো?"


একটুক্ষণ চুপটি করে বললাম আমি তোরে,"লাগছিস তুই দারুণ! "
বললি আমায়,"মজা করছিস তুই?" শুনে কথা মনটা হলো করুণ।


হঠাৎ করে খুললাম আমি আজকে মনের পুরানো সেই দ্বার,
সেই বোনটি! ছোট্ট বেলায় যার পুতুলদের কাপড় পরানো ছিল ভার!


বলতো কেঁদে ছুট্টে এসে," দেখনা তুই দাদা,ঐ শাড়ীটা ভাল্লাগেনা তার।
দেখছে কেমন ড্যাবডেবিয়ে,যেন এক্ষনি গিলে খাবে শরীরটা আমার।"


বলতাম ওকে মুচকি হেসে,"দূর পাগলী, পুতুলরা কি বলতে পারে কথা?"
এই কথাতেই নিতিস তুই মনে হঠাৎ করে অনেক বড় ব্যথা।


সেই ছোট্ট বেলার পাগলীটা আজ অনেক বড় হয়েছে জানি,
সকল কথা আজও তেমনি বলে,হোক না সে যতই অভিমানী।


ছোট্টবেলার ফ্রকেতেও তুই ছিলি এক্কেবারেই পরী,
আজকেও ঐ শাড়ীর ভাঁজে লাগছিস সুন্দুরী বঙ্গ নারী।


তোর ফটোর সাথে আজ রাখতিস যদি কার্তিক কুমার স্বামী,
বলতাম আমি দারুণ জোরে,ভীষণ খুশি হয়েছি আজ আমি,


এর চাইতে আজকে কিছুই বলবো না আর তোকে,
প্রিয় বোনটি এই রূপেতেই থাকিস সদাই সুখে।