কবিতা:- আমি গণতন্ত্র
          মনোজ ভৌমিক


আমি প্রতিদিন শব্দটাকে জিজ্ঞাসা করি,"তুই কে বলতো!"
ও আমাকে বারবার চিৎকার করে বলে,"আমি গণতন্ত্র। "
প্রতিবার  আমি হাসি,ও আমার মুখে চেয়ে থাকে!
তারপর ও প্রচ্ছন্ন নীরবতায় নিজকে ঢাকে।
আমি ওর নীরব চেহারায় তিয়াত্তর বছরের ইতিহাস ঘাঁটি।
দেখলাম ওর উত্তর আজো হয়নি খাঁটি।
শব্দটা নীরবে কাঁদে উন্নয়নের পদতলে।
আজও পোরবন্দর থেকে আগরতলা,
কাশ্মীর  থেকে কন্যাকুমারিকা,
ওকেই নিয়ে খেলে!
এখন ওরা কাপালিকের মত তন্ত্র সাধনায় ব্যস্ত।
তাই জনগণ আজও ভোট তন্ত্রের যূপকাষ্ঠে বলি প্রদপ্ত।