কবিতা:- আমি কেন উদাসী!
কবি:-মনোজ ভৌমিক


কত জনে দেখি আজ,কত যে রকম!
দুনিয়াকে বদলে নিয়েছে নিজের মতন।
কেউ কেউ ভাবে নিজকে,"আমি এক জন!"
কেউ ভাবে,আমি কেন রইব পিছন?
কেউ থাকে চুপচাপ নিজের মতন।
আমি বলি,পয়সার ডেনসিটি বেড়েছে এখন।
যার কাছে ঘনত্ব বেড়েছে যখন;
তার মন তখনি হয় যে উচাটন।
ঐ দেখো, ফুটপাতে,শুয়ে কতজন;
মাটির স্বাদ বেঁচে আছে,ওদের মনেতে এখন।
ইট-পাথরের ঘরেতে দেখি,বড় জ্বালাতন।
অধিক সুন্দর-সুন্দরী ভাবে,নিজকে অরূপ রতন।
তাই দেখে,নিজকে ঘষে-মাজে,পড়শী শ্যামল তন।
প্রেমের দুর্বার আকুতি নিয়ে ঘোরে প্রৌঢ় মন।
আজ আমি মনে মনে ভাবি,আর একান্তে হাসি।
সবাই তো বদলে নিয়েছে নিজকে !আমি কেন উদাসী!