কবিতা:- অমরজ্যোতি
✍️ মনোজ ভৌমিক


ঘুম নেই চোখে... নির্ঘুম যেন রাত!
অজস্র জোনাকজ্বলা ধোঁয়াশা  আকাশ,
বিষন্ন রাত্রির বুকে খেলা করে ওরা।
হৃদয়ের ক্যানভাসে ভেসে ওঠে দুরন্ত শৈশব,
দু'চোখের পাতা ভিজে যায় শুধুই নোনাজলে।
আঙুল তুলে বলতো ঘুমপাড়ানি প্রতি রাতে,
বল তো তুই কোন্ তারাটি আজ তোর ভালো লাগে?
লক্ষ তারা ছাড়িয়ে আঙুল দূরের দিকে,
বলতাম আমি, ওটাই ভালো আজকে আমার চোখে।
বলতো হেসে দুষ্টু পাগল বোকা,ওইখানেতে নেই যে একটিও।
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি তুই জ্বলবো আমি একদিন একা হোথা।
বুঝতে পারি আজকে ঐ  তারার মানে কি!
মিথ্যে হলো না কেন মনগড়া সেই খেলা!
ভেজা চোখ আজ সেই তারাকেই খোঁজে
অমরজ্যোতি হোক না ও সকল তারার মাঝে।