কবিতা:-  আমরা কিন্তু ঐ রক্তবীজ(৬৭৫তম)
✍️ মনোজ ভৌমিক


সময় কিন্তু ভুলিয়ে দিলো আমার আমার বলা!
বলছে যারা তারাই আজ পর ধনে করে খেলা।
মনের গহীনে খুঁজে দেখো সেই আমি'টা কোথায়!
বুক ফুলিয়ে চলুক যত হৃদয় থাকে ব্যথায়।
কিসের জন্য রাজপ্রাসাদ! কিসের অহংকার!!
মানুষে মানুষে শত্রুটাও নয় কি আজ বেকার!
নিজের লোকে পরিয়ে টুপি গড়লে পাহাড় যত,
দেখেছো কি ঐ পাহাড় নীচে রয়েছে গভীর ক্ষত!
শাস্ত্র কথাটা জানো নিশ্চয় 'পাপী পাহাড় প্রমাণ,'
নামে যখন ধস ওখানে হয় সমতল সমান।
তুমি আমি তো নিমিত্ত মাত্র দিন আনি দিন খাই,
খোলা আকাশ ঘরটা নিয়ে বারান্দাতেই ঘুমাই।
মনে রেখো আমরা কিন্তু ঐ মাটির দূর্বাঘাস,
একটু না হয় বাঁচার তাগিদে ঘুরি এপাস ওপাস।
মরতে মরতে বেঁচে উঠি জিওল মাছের মতো,
আমরা কিন্তু ঐ রক্তবীজ সহজে হই না হত।