কবিতা:-  অমৃতে দুদ্বিধা
✍️ মনোজ ভৌমিক


সুখ যদি বা না বাঁচে
পাখিটা তো আছে!
জীবনকে বন্দী রাখো
সময়ের ধাঁচে।


সময় মন্থন হলে
উঠবে গরল,
অমৃতের সংঘর্ষ
হবে না সরল।


দেখছো কঠিন কাল
বিষ চারিদিকে,
ক্যালেন্ডার বদলালেও
সময়টা ফিকে।


মহেশ্বর নেই হেথা
হবে নীলকণ্ঠ,
ঐ ঘুমন্ত ঈশ্বরের
শুকিয়েছে ওষ্ঠ।


শুকিয়ে কাঠ হয়েছে
দেবী বক্ষ সুধা
বছর নতুন হলেও
অমৃতে দু'দ্বিধা