কবিতা:- অমৃতের রবি
            মনোজ ভৌমিক


কবে যেন কেঁদে গেছে শ্রাবণের মেঘ!
সে কান্না আজো হেথায় রয়েছে অশেষ।
বুকের ভেতর বহে যায় কত শত ঝড়,
সে ঝড়েতে ভাঙেনি আজও ভাবনার গড়।


দুই নয়ন ভাসে আজ ভাবেরো খেলায়,
সবকিছু আজ কেন যেন হেলায় হারায়!
কবিতারা হেঁটে গেছে কোন সে মধু বেলায়!
আজ শব্দ অক্ষরে মাতি নতুন খেলায়।


কত শ্রাবণ চলে গেছে ভরা নদী বুকে,
বৈশাখ আজো বাঁচে এই শ্রাবণের চোখে।