কবিতা (সনেট)ঃ-অমৃতের স্রষ্টা তুমি
✍️ মনোজ ভৌমিক


কপোতাক্ষ নদী নীরে মন্দ সমীরণ!
বহিছে উত্তর বায়ু হিমেল বাতাস.
স্রোতহীনা নদী বক্ষ যেন পরিহাস!
বরষার মেঘ হাসে অতি অকারণ।
বিবর্ণ বালুকাতটে শব্দের মরণ,
অক্ষরেরা আজ হেথা করে হাহুতাশ!
সাহিত্যের স্বপ্নতরী ফেলে দীর্ঘশ্বাস!!
পাল-ছেঁড়া ভাবনায় সদাই গ্রহণ।


বঙ্গের সাহিত্যাকাশে বিষাদের ছবি!
দুষিত আবহাওয়া অশান্ত সমীর!!
সৃষ্টির উন্মাদনায় তুমি আগুয়ান।
অমৃতের স্রষ্টা তুমি সাহিত্য বিপ্লবী,
পুনঃ জাগরণ হোক তোমার হে বীর,
কাব্যনাট্যে রত্নপ্রভা সন্তান মহান।



বিঃদ্রঃ - গত 25/01/2022 তারিখে লেখা প্রিয় কবির প্রতি আমার শ্রদ্ধা নিবেদন