কবিতাঃ- অনামী ফুল
✍️ মনোজ ভৌমিক


আজো এই পৃথিবীর খেলাঘরে
ভরে আছে অবিচারে!
অসুন্দর ভালোবাসা খুঁজে মরে
সুন্দর বাঁচে সমাদরে!!


ঐ দ্যাখো অজস্র ফুলের বাগানে
প্রতিদিন ফোটে ফুল,
সৌরভ সুষমা মণ্ডিত অনেকে
কেউ বিধাতার ভুল!


ক্ষণিকের এ জীবন সবারই
তবু চায় ভালোবাসা!
অনাদরে ফোটা অনামী ফুলের
পুরণ হয় কি আশা!!


ওরা জেগে রয় সময়ের ঘরে
অভিমানী মন নিয়ে,
না স্থান বেনীতে,না ঐ দেবালয়ে!
অবহেলা থাকে ছুঁয়ে!!


কেবলই সময়ের কীট এসে
ছিঁড়ে খায় দেহখানি!
ধরা বুকে শ্রেষ্ঠ পাওনা এটাই
জানি এ তো ভালো জানি।


শুধুই আক্ষেপ রয়ে যায় মনে
বিধাতার দরবারে,
জন্ম যদি ওই ফুলেদের ঘরে
কেন থাকি অনাদরে?


সুরভিত যারা,আদরে বিহ্বল,
আমরাই কেন অচ্ছুৎ!
কেন অনাদরে থাকি বলো বেঁচে!
জীবনটাই অদ্ভূত!!