কবিতা:-অন্ধ অভিলাষ
কবি:- মনোজ ভৌমিক
( আমরা বাঙালীরা সবাই কবিগুরু রবীন্দ্রনাথকে হৃদয়ে রাখি আর কবি মন কি বলে! তারই ব্যঞ্জনায়...)


ওরা আমার কাছে একঘর রবীন্দ্রনাথ চেয়েছিল,
আমি তন্নতন্ন করে খুঁজলাম।
রাতদিন এক করে সোশাল মিডিয়াতে চোখ রাখলাম।
ওরা বললো," রবীন্দ্রনাথ ওখানে ঘুমোচ্ছেন।"
আমার বিশ্বাস হল না।
পরে ভাবলাম, হতেও পারে!
চারিদিকে এখন আধুনিক আর উত্তর আধুনিকের ভীষণ জলঘোলা!
আমি চুপিচুপি বড় রাস্তার কোণের ঐ সুন্দর সুসজ্জিত বাংলোর সামনে দাঁড়িয়ে,
চিৎকার করে বললাম,"রবীন্দ্রনাথকে দেখেছেন?"
হঠাৎ করে ঘরের জানালা দরজার কবাটগুলি বন্ধ হয়ে গেলো।
আমি মাথা নিচু করে হাঁটতে থাকলাম...
এই মানবিকতাহীন শহর থেকে প্রত্যন্ত গ্রামের দিকে..
জানেন,ওখানে মাঠ-ঘাট-তালপুকুর- বটগাছ সবাই আছে,কিন্তু রবীন্দ্রনাথ নেই!
একটা ছোট্ট ফুটফুটে ছেলেকে ডেকে জিজ্ঞাসা করলাম,"তুই রবীন্দ্রনাথকে দেখেছিস?"
ও নির্বাকচিত্তে দিগন্তের দিকে আঙুল বাড়িয়ে দিলো।
আমি ঊর্দ্ধশ্বাসে দৌড়তে থাকলাম.....
দিগন্তের রক্তিম সূর্য, নিয়ে গেল
গ্রাম ছাড়িয়ে রাঙামাটির পথে।
আমি হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করলাম,
"রবীন্দ্রনাথ! রবীন্দ্রনাথ! রবীন্দ্রনাথ! "
অবাক বিস্ময়ে দেখলাম,দিগন্তের আলোছায়ায়
টালমাটাল পায়ে,মুখফিরিয়ে হেঁটে চলছে..এক উলঙ্গ শিশু!
কারা যেন উৎফুল্ল কন্ঠে বলে ওঠে.."হে নুতন,দেখা দিক আর-বার....."