কবিতাঃ-অন্তিম আর্তি
✍️ মনোজ ভৌমিক


সময় এখন ভাদ্র মাস
গুমোট আবহাওয়া,
শরীরে নেই সেই উচ্ছাস
শুধু চাতকী চাওয়া।


হারিয়ে গেছে স্বপ্নগুলো
সময়ের পক্ষাঘাতে,
পরিস্থিতির ফলে আজ
দাঁড়িয়েছি রাস্তাতে!


মারণ রোগে শেষ হয়েছে
সুখের পরিবার,
স্বামী পুত্র ঘর হারিয়ে
ফুটপাত হলো সার!


স্বজন সবে দূর করেছে
নাকি কুলক্ষণা আমি!
শেষ বয়সে সব খেয়েছি
ঘর পরিবার স্বামী!!


মন ভাঙা এই শরীর নিয়ে
বলো কোথায় যাই?
ভিক্ষাপাত্র হাতে নিয়ে
শুধুই কেঁদে বেড়াই।


কোন পাপেতে দিলে এ সাজা
বলো না গো, হে ঈশ্বর?
আমায় তুমি নাও গো তুলে
এ দেহ করো নশ্বর।