কবিতাঃ-আন্তরিক আবেদন
✍️ মনোজ ভৌমিক


কে বলে গো সন্ধ্যা নামলো
মনের আকাশ ছুঁয়ে?
একটুখানি তাকিয়ে দেখো
কোয়েল ডাকছে প্রিয়ে।


শীত চলে যায় হাঁটি হাঁটি
আসছে দখিনা হাওয়া,
এখনি কি শেষ হবে গো
মনের সকল চাওয়া!


ঐ দেখো না দিগন্ত জুড়ে
রঙ হারানোর বেলা,
হেমন্ত যদি ছোঁয় এ দেহ
সাঙ্গ হবে না খেলা।


সেদিনও ছিল পঞ্চমী তিথি
সারদ শুক্ল ক্ষণ,
বেনারসীর লাল রঙেতে
হলে আমার আপন।


সরস্বতী দেহের গড়ন
লক্ষ্মী হাতের ছোঁয়া,
সুখ দুঃখের দোলায় দুলে
বাইছি আজও খেয়া।


দেবীর কাছে প্রার্থনা করি
আজ এ পঞ্চমী প্রাতে,
এমনিভাবে বাকি জীবন
বাঁচি যেন একসাথে।