কবিতা :- আন্তরিক আহ্বান
             মনোজ ভৌমিক


উন্মুক্ত চেতনা আজ কুজ্ঝটিকাময় অন্ধকারে ডুকরে কাঁদে,
সময়ের অঙ্গীকারে সময় পা দিয়েছে চোরাবালির ফাঁদে!


দুর্বৃত্তরা ভূখণ্ডের অখণ্ডতায় বিভেদের কলকাঠি নাড়ে!
ভাবনা ঘুমিয়ে যায় মানবতা ডুবতে থাকে অন্ধকারে!!


স্বাধীনতার পুর্ব সূরীরা পথ হেঁটেছিলো একচ্ছত্র ঐক্য ভাবনায়,
স্বার্থান্বেষী প্রজন্ম আজ আগ্রাসী ধর্মান্ধতার উন্মাদনায়!


এখন শুধু প্রশ্ন, ধর্মান্ধতা! না চাই উন্মুক্ত স্বাধীনতা!!
হৃদয়ের গহীনে খেলা করে সঙ্কীর্ণ মানসিকতা।


দুর্বিষহ যন্ত্রণা বুকে,তুমি হারিয়ে গেছো অগ্রগামী পদাতিক!
তোমার চোখে দেখা অখন্ড ভারতভূমি লিপ্সায় খন্ডিত চৌদিক!!


প্রতিবারই দৃঢ় প্রত্যাশা নিয়ে জেগে উঠি... হে বীর,তুমি আসবে!
অখন্ড ভারতবর্ষের প্রথম স্বাধীনচেতা সৈনিক...পুবে হাসবে!!


বিমুখ তুমি, কারণ, আজও মসনদী লড়াই অব্যাহত!
ঘৃণ্য রাজনৈতিক কষাঘাতে গণতন্ত্র প্রতিদিন পর্যুদস্ত।


একবার উপমহাদেশে ফিরে এসো  হে অজেয় বীর,
তোমার বজ্রদীপ্ত কন্ঠ শোনার জন্য আমরা অধীর।