কবিতাঃ- আন্তরিক জিজ্ঞাসা
✍️ মনোজ ভৌমিক


মন রাঙিয়ে গোধূলিবেলায়
হাতটি নিয়ে হাতে,
আজনবি এ হৃদয় ছুঁয়ে
চললে একসাথে।


তারপরেতে অলীক স্বপ্ন
দিন ফুরানো রাতে,
কৈশোর প্রাণ জাগালে দেহে
অসময়ের প্রাতে।


খেললে তুমি এ মন নিয়ে
অম্ল মধুর খেলা,
হঠাৎ সেদিন বললে এসে,
বিদায় নেবার পালা।


প্রশ্ন তখন দুচোখ ভরা
উত্তর দিলে তুমি,
ভিখারী ঘরে ভালোবাসার
হয় কি জন্মভূমি?


জানি বন্ধু,জানি তোমার
সময় রাঙানো মন,
ঐশ্বর্য সুখের নেশায়
ভাবের বিবর্তন।


সাথীহারা এ জীবন ছিলো
একলা বড় ব্যথায়,
খেললে তুমি কপট খেলা
মিথ্যে ভালোবাসায়!


আজ গোধূলির রক্ত রাগে
প্রশ্ন আমার মাথায়,
ভালোবাসা যদি ভিখারী হয়
বিশ্বাস তুমি কোথায়??