কবিতাঃ- অনুসন্ধিৎসু
✍️ মনোজ ভৌমিক


ইচ্ছে তো হয় পাখির মত
উড়বো ডানা মেলে,
বাধা নিষেধের গণ্ডীটাকে
যাব হেথায় ফেলে।


অচিন দেশে ঘুরবো আমি
থাকবে না কাঁটাতার,
যেখানে কেউ বলবে না তো
এ সীমানা আমার।


খোলা আকাশ ঘরটা হবে
স্বপ্নে রাঙানো দেশ,
প্রেম প্রীতি আর ভালোবাসা
থাকবে না ভাগশেষ।


শুনবো সেথা সবার মধ্যে
মহামিলনের গান,
ধর্ম, বর্ণ ও বিভেদ ভুলে
সব হবে এক প্রাণ।


এই জীবনে মিটবে কিনা
আমার এমন আশা!
ইচ্ছে তাই সীমানা ছাড়িয়ে
নতুনের খোঁজে ভাসা।