সেক্সপিয়ারীয় সনেট
কবিতাঃ-অপরূপা
✍️ মনোজ ভৌমিক


গোলাপের রঙে দেখি কত যে বাহার!
তোর ওই রঙ লয়ে চলে শত খেলা।
ভাবুক মনুষ্য চিত্ত করিছে বিহার,
কেহ কহে ভালোবাসা বন্ধুত্ব এ বেলা।


রাজকীয় অভ্যর্থনা দেখি তোর বুকে,
প্রস্তাবনায় স্বীকৃতি তোরে দিয়ে হয়।
সহমর্মিতায় তুই ঘুরিস চৌদিকে,
তোর কালো রূপ নাকি মৃত্যু কথা কয়।


শোক আধ্যাত্মিকতায় তুই অনিবার্য,
কত রূপে বিভাজিত তোর ও শরীর!
আবেগ উদ্দীপনায় ভাবনা স্বীকার্য,
ফাগুনে আগুন লাগে প্রেমিক অধীর।


এত রূপ নিয়ে তুই ফুটিস ভুবনে,
তবুও শেষের বেলা মাটি তোরে চেনে।